বাংলাদেশের মোট ২০টি নার্সিং কলেজের মধ্যে সেরা নার্সিং কলেজ "ঢাকা নার্সিং কলেজ, ঢাকা"।২০০৮ সালে ঢাকা নার্সিং ইনস্টিটিউটকে ঢাকা নার্সিং কলেজে রূপান্তরিত করা হয় এবং ১০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নার্সিং-এ ৪ বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের অধীনে ভর্তি করা হয়, যার ধারাবাহিকতা আজো বিদ্যমান । ২০১২ সালের ডিসেম্বর এ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স এখানে সংযুক্ত করে দেওয়া হয় এবং এ কোর্সে প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয় ।
নার্সিং হল এমন একটি পেশা যা মানুষকে মানসম্মত পরিচর্যা প্রদানের ক্ষেত্রে নার্সিংকে জ্ঞানের একটি অঙ্গ হিসেবে তুলে ধরে । নার্সিং কলেজের কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে উপযুক্ত নার্সিং গ্র্যাজুয়েটদের প্রস্তুত করতে ঢাকা নার্সিং কলেজ বদ্ধপরিকর । নার্সিং সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। নার্সিং শিক্ষা উপকরণ ডাউনলোড করুন।